ব্যাকলিংক (Backlink), এই শব্দটি আমরা যারা এসইও জগতে কাজ করি তাদের কাছে অনেক পরিচিত এবং কিছুটা বিভ্রান্তিকরও বটে। আমার এই শব্দটির ব্যবহারে হয়তবা অনেকেই মনে করছেন “বিভ্রান্তিকর” কেন বললাম?
আসলে আমরা অনেকেই জানিনা যে, ব্যাকলিংক (Backlink) প্রকৃতপক্ষে কি এবং কিভাবে এটি আমাদের সাইটের জন্য কাজ করে।
তো আসুন আজকের আমরা এই ব্যাকলিংক (Backlink) নিয়েই আমাদের আলোচনাটা শুরু করি।
আজকে আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করবো সেগুলি হচ্ছে:
আপনারা হয়ত ভাবছেন আমি তো এখানে ব্যাকলিংক (Backlink) করার যে উপায়গুলি আছে সেগুলি নিয়ে কোনো কথা বলছি না। জ্বি, আমি এ বিষয়টি নিয়ে এই লেখার মধ্যে কোনো আলোচনা করবো না, তবে আগামীতে এই লেখার আরো কিছু পর্ব আমি পাবলিশ করবো। যেখানে ভালোমানের ব্যাকলিংক (Backlink) তৈরি করার উপায় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো।
ব্যাকলিংক (Backlink) কি?
ব্যাকলিংক হচ্ছে একটি এক্সটারনাল লিংক (External Link) যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইট পেয়ে থাকে।
আরো সহজভাবে বললে, যখন একটি ওয়েবসাইট আপনার সাইটকে একটি লিংক দেয়।

উপড়ের ছবিটিতে দুটি ওয়েবসাইট দেখানো হয়েছে। যেখানে আপনার ওয়েবসাইটটিকে অপর সাইট থেকে লিংক করা হয়েছে।
এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে, বাইরের ঐ সাইটটি কেন আপনাকে ব্যাকলিংক দিবে?
উত্তরে আমি একটি উদাহরন দিচ্ছি, মনে করুন আপনার এক বন্ধু আপনার কাছে জানতে চাইলো যে সে কিভাবে এসইও শিখতে পারে। আর আপনি তাকে বললেন যে, YouTube এ মো: ফারুক খানের ভিডিও দেখো।
একটু ভেবে দেখুন এখানে আমি কিন্তু আপনাকে বলিনি যে, আপনি আপনার বন্ধুর কাছে আমার YouTube ভিডিও দেখার জন্য বলেন। কিন্তু আপনি তাকে বলেছেন, কারন আপনার মনে হয়েছে আমার ভিডিও দেখলে সে সহজেই এসইও শিখতে পারবে।
এই যে আপনার মাধ্যমে আমার একজন ভিউয়ার বাড়লো অর্থাৎ আপনার বন্ধু আমার চ্যানেলে আসলো, এটাই ব্যাকলিংক।
সাইটে ব্যাকলিংক (Backlink) কেন দরকার?
আমার মতে, মূলত তিনটি কারনে একটি সাইটের জন্য ব্যাকলিংক করা হয়।
এখানে অথোরিটি বলতে বোঝানো হচ্ছে আপনার সাইটের ভ্যালু বাড়বে।
অর্থাৎ , একটু আগেই আমি যে উদাহরনটি দিলাম ঐটা আর একবার ভাবুন। আপনি যখন আপনার বন্ধুর কাছে আমার কথা বলছেন তখন কিন্তু আপনার বন্ধু আমার সম্পর্কে একটি ভালো ধারনা লাভ করছে, সুতরাং আমার অথোরিটি বৃদ্ধি পাচ্ছে।
আর যখন আপনার সাইট বাইরের বিভিন্ন সাইট থেকে এমন ব্যাকলিংক পাবে, তখন সার্চ ইঞ্জিন ও আপনার সাইটকে গুরুত্ব বেশী দিবে এবং র্যাংক প্রদান করবে।
আর যখন আপনি সার্চ ইঞ্জিনে র্যাংক করবেন তখন আপনার সাইটর অরগানিক ভিজিটর সংখ্যা বাড়বে।
আশাকরি এখন বুঝতে পারছেন যে, কেন একটি ওয়েবসাইটের ব্যাকলিংক প্রয়োজন।
লিংক এর বৈশিষ্ট গুলি কি?
একটি লিংক এর ২টি বৈশিষ্ট (Attribute) রয়েছে:

১. নো-ফলো (No-Follow)
নো-ফলো(No-Follow) হচ্ছে একটি HTML Attribute, যা সার্চ ইঞ্জিন বটকে বলে দেয় যে, এই লিংকের জন্য ঐটার্গেট পেজটিকে সার্চ ইঞ্জিন র্যাংকিং এ যেনো কোনো ভ্যালু দেয়া না হয়।
অর্থাৎ, সার্চ ইঞ্জিন বট আপনার ঐ লিংটিকে আর ফলো করবে না। আর সার্চ ইঞ্জিন বট যদি লিংটিকে ফলো না করে তাহলে ঐ লিংকের মধ্যে দিয়ে কোনো লিংক জুস (Link Juice) পাস হবে না।
লিংক জুস (Link Juice) হচ্ছে একটি লিংকের পাওয়ার, যার মাধ্যমে লিংকে থাকা পেজটি ভ্যালু পেয়ে থাকে।
সাধারনত, ঐসকল পেজকে আমরা নো-ফলো দিবো যেগুলি খুব বেশী অথোরিটি সম্পন্ন নয়, বা আমাদের অ্যাফিলিয়েট লিংকগুলি নো-ফলো হবে।
নো-ফলো লিংকের উদাহরন:
<a href=”http://www.google.com/” rel=”nofollow”>Google</a>
আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, তাদের জন্য অনেক ভালো একটি প্লাগিন আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই একটি লিংকে নো-ফলো করতে পারবেন, প্লাগিনটি হল: Rel Nofollow CheckBox
২. ডু-ফলো (Do-Follow)
আপনি যদি লিংকের বৈশিষ্ট্য নো-ফলো না করেন তাহলে ডিফল্ট ভাবে লিংকটি ডু-ফলো করা থাকে।
একটি লিংক যদি ডু-ফলো হয়, এর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন বট লিংকের মধ্যে দিয়ে পাস হয়ে টার্গেট পেজে চলে যাবে।
এখন আপনি বলতে পারেন এতে লাভ কি?
হ্যা, লাভ আছে।
সেটি হচ্ছে, আপনার সাইটে লিংক জুস পাস হবে। অর্থাৎ, সার্চ ইঞ্জিন বট এই লিংকের কারনে টার্গেট পেজকে র্যাংক পেতে সহায়তা করবে।
যদিও বা এখানে আরো কিছু বিষয় রয়েছে, শুধু ডু-ফলো লিংক হলেই হবে না, আপনাকে যে পেজটি লিংক দিচ্ছে তার অবস্থানও সার্চ ইঞ্জিনে ভালো হতে হবে। তাহলেই আপনি এমন ডু-ফলো লিংক পেলে লাভোবান হবেন।
ডু-ফলো লিংকের উদাহরন:
<a href=”http://www.google.com/”>Google</a>
ইন্টারনাল (Internal Link) এবং এক্সটারনাল (External Link) লিংক কি?
ইন্টারনাল লিংক (Internal Link): আপনি যখন একটি ওয়েবসাইটের ভিতরের একটি পেজের/পোষ্টের সাথে অপর পেজের/পোষ্টের লিংক করবেন তখন তাকে ইন্টারনাল লিংক বলে। একে Inbound Link ও বলে।
সার্চ ইঞ্জিনে একটি সাইট র্যাংকিং এর ক্ষেত্রে Inbound Link এর গুরুত্ব অনেক বেশী। কারন, সঠিক ইন্টারনাল লিংকের মাধ্যমে আপনার সাইটের সকল পেজের/পোষ্টের মধ্যে লিংক জুস সঠিক ভাবে পাস হতে পারে। একারনে, ইন্টারনাল লিংক সাধারনত ডু-ফলো (Do-Follow) হয়ে থাকে।
এক্সটারনাল লিংক(External Link): আপনি যখন আপনার ওয়েবসাইটের ভিতরের কোনো পেজের/পোষ্টের সাথে অপর একটি ওয়েবসাইটের পেজের/পোষ্টের লিংক করবেন তখন তাকে এক্সটারনাল লিংক বলে। এর অপর নাম Outbound Link।
যেহেতু, এক্সটারনাল লিংক এর মাধ্যমে বাইরের সাইটকে লিংক দেয়া হয় একারনে এক্সটারনাল লিংক সাধারনত নো-ফলো (No-Follow) হয়ে থাকে। তবে, এর ব্যতিক্রমও হতে পারে। কারন হাই-অথোরিটি সাইটকে অনেকেই ডু-ফলো লিংক দিয়ে থাকে।
বিষয়টি অনেকটা তেলে মাথায় তেল দেয়ার মতো। যার আছে তাকে আরো দাও।
কি করলে আপনি ভালোমানের ব্যাকলিংক পেতে পারেন?
আপনারা এটা নিশ্চই বুঝে গেছেন যে, একটি ভালো মানের ব্যাকলিংক পাওয়া সহজ কোনো কাজ নয়। এর জন্য আপনার সাইটিতে কিছু গুনাবলী থাকতে হবে। যেমন:
- Site loading speed problem
- Mobile friendliness problem
- Duplicate content
- 404 errors
- Canonical errors
- Duplicate Meta data
আশাকরি উপড়ের আলোচনা থেকে আমি আপনাদের ব্যাকলিংক (Backlink) কি এটা বোঝাতে সক্ষম হয়েছি।
আগামীতে আমি চেষ্টা করবো কিভাবে ব্যাকলিংক (Backlink) তৈরি করবেন, অর্থাৎ ব্যাকলিংক (Backlink) তৈরি করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে।
সবাই ভালো থাকবেন। আর পোষ্টটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
Very much helpful…………. Thank You
ধন্যবাদ।
একই সাইটে পূর্বে প্রকাশিত কোন লেখায় পরে প্রকাশিত লেখার লিংক দেয়া যাবে কি?
ভাইয়া, পোস্টের জন্য প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। আমার একটা ছোট খটকা আছে আর সেটা হল গুগুল তো ওয়েবমাস্টার এ নোফলো ব্যাকলিংক গুলোও ইনডেক্স করছে। তাহলে সে কি নোফলো ব্যাকলিংক থেকে আমাকে একটুও বেনিফিট দিবে না?
ধন্যবাদ আসিফ, অবশ্যই ডু-ফলো ব্যাকলিংকের পাশাপাশি নো-ফলো ব্যাকলিংকও গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই উচিত সাইটে ২ধরনেরই ব্যকলিংক তৈরি করা।
ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখার জন্য!
Backlink nia kono video thakle please share it. anyway, helpful post.thanks…
Very very effective for me …Thanks for the nice topic.Fee Amanillah.
Faruk Vai…. amar ekta WordPress Site Ache .post korle Top 1 Google First Page Thakto ..ekhon post korle khujey pai nah ekdom sesher 3 no patay chole jay etar somdhan ki? Reply Nedded.
এটা অনেক কারনেই হতে পারে, আপনার সাইটের অথোরিটি গুগলের কাছে কমে গেছে বা গুগল প্যাণাল্টি দিয়েছে, বা আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না
ধন্যবাদ স্যার। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। বর্তমানে গুগল কোন কোন লিংকগুলোকে বেশি ভ্যালু দিচ্ছে? আর সাইটে ডুফলো ও নোফলো লিংকের Perchantag কেমন হওয়া দরকার?
Broken Link-Building করার সবচেয়ে ভালো পদ্ধতি নিয়ে একটা পোস্ট আশা করছি।
স্যার পরের আর্টিকেলটির জন্য অপেক্ষায় রইলাম।আশা করি পরের আটিকেল এ উইকিপিডিয়ার মতো সাইট থেকে ব্যাকলিংক পাওয়ার বিষয়টি উল্লেখ করবেন।
very informative post for newbie like me, Thanks
ধন্যবাদ স্যার। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
Nice Post.
Sir,
amar bangla site jodi ami english forum a post kore ba comment kore tahole ke kono somosa ase
সমস্যা নাই, তবে আপনার নিশ রিলেটেড সাইটে করবেন
very informative post for me. Thanks for the nice topic
Thank you!
Factual Article!! Thanks Bhai
Thank you!
এভাবে লিংক নেওয়া অনেক কষ্টকর। বেশির ভাগ সময় লক্ষ্য করা যায় অনেক সাইট পি বি এন ব্যাক লিংক কিনে দ্রুত র্যানকে চলে আসে। তাদের সাথে কম্পিট করা অসাধ্য হয়ে যায়।
কিভাবে আর কাদের থেকে পিবিএন লিনক কেনা যায় সেটা নিয়ে বিস্তারিত পোস্ট করলে অনেক উপকার হত।
ধন্যবাদ, আশা করি এ বিষয়ে আমরা একদিন পোস্ট করব।
আমার সাইট টা থেকে একটু ঘুরে আসতে পারেনIttasnim.com
thanks sir. helpful.
You’re welcome
wow. I also seen your videos. thanks bro….
Thank you
Table of content টা কোন plugin দিয়ে বানানো?
Thrive Architect
Nice Post
ধন্যবাদ
eto valo likhen ki kore vai ? khub e fan hoye gelam apnar . want to met you and know more about SEO and itz stratigy. will come to your office soon . thanks
ধন্যবাদ।
আপনার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে ।
এত সুন্দর লেখার জন্য আপনাকে ধন্যবাদ ।
VERY GOOD ARTICLE
Dofollow= % | Nofollow=%
I want to know How much percent is standard for dofollw & nofollow backlinks
there are no such type rules that what should be the right % for do-follow and no-follow. But in my opinion, you should follow 60%-40% ration.
নিশ সাইটের ব্যাকলিংক কি শুধু নিশ সাইটে দিতে হবে ?
না, এমন কোনো নিয়ম নাই
অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার।অনেক সাবলীল ভাষায় লিখেছেন।বুঝতে সহজ হয়েছে।
আপনাকেও ধন্যবাদ।
Thank you vaiya.apnar post ta pore Amar onak opokar hoice.apna k onak onak thank you..Ami ekdin apnr Moto post korbo inshallah.
আপনার টিউটোরিয়ালগুলি অনেক ভালো।
মনে করেন, অামি একজন ফ্রিল্যান্সার। অামি অাপনার ওয়েবসাইটকে প্রোমোট করার জন্য অফ পেজ করলাম ব্যাকলিংকও হল, এখন অামি কিভাবে বুঝব যে ব্যাকলিংক হল বা অামি কিভাবে অাপনাকে বুঝাব যে, অাপনার ওয়েবসাইটের ব্যাকলিংক হয়েছে অামার মাধ্যমে?
প্রথমে জেনে রাখা ভালো যে ব্যাকলিংকের মাঝেও বেশ কয়েকটি ধরণ রয়েছে। যেমন: ব্লগ কমেন্ট, গেস্ট পোষ্ট, ওয়েব ২.০, পিবিএন, বুক মার্কিং ইত্যাদি। এই প্রতিটি ব্যাকলিংকের ক্ষেত্রে আপনি দুধরণের লিংক পেতে পারেন, ১) শেয়ারেবল: অর্থাৎ যেকেউই লিংক দ্বারা ভিজিট করতে পারবে এবং ২) রেস্টিকটেড: এই লিংক গুলো ভিজিট করার জন্য উক্ত সাইটে বা পেইজে লগ-ইন/সাইন-আপ এর মাধ্য়মে ভিজিট করতে হয় যা ক্লায়েন্টের জন্য় পিরা দায়ক।
এবার আসা যাক কাজ হয়েছে কিনা বুঝার উপায় কী!
যদি লিংকটি বা আপনার করা ব্যাকলিংকটি সরাসরি দেখতে পান অর্থাৎ ভিজিবল হয় তাহলে তো বুঝাই যাচ্ছে যে লিংকটি পাবলিশ হয়ে গেছে। অপর পক্ষে লিংকটি সাথে-সাথে অ্যাপ্রুভ নাও হতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে উক্ত সাইটের অ্যাডমিন/মডারেটরের উপর। অ্যাপ্রুভ হওয়ার জন্য় তাদের নিয়মানুযায়ি নির্দিষ্ট সময়ে সয়ংক্রিয়ভাবে/ম্যানুয়ালি পাবলিশ হতে পারে।
আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।
Faruk ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি জানেত চাই আমার সাইটে Total Sites Linking In Only 4 দেখায়। এটাই কি ব্যাকলিংক। নাকি অন্য কিছু। আবার প্রকাশ থাকে আমি বিভিন্ন উপায়ে বেশ কিছু ব্যাকলিংক তৈরী করেছি। এক কথায় বলি আমি একজনকে দিয়ে ৩০টি ব্যাকলিংক করে নিয়েছি। সে সেগুলোর লিংকও দিয়েছে। সেখানে আমার ওয়েব সাইটের নাম দেখা যায় এবং ক্লিক করলে আমার সাইটে আছে। তবে সেগুলো কি? যদি একটু উত্তর দিতেন তবে চির কৃতজ্ঞ থাকবো।
সেগুলোই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক। আর গুগল সার্চ কনসোলে আপনার ব্যাকলিংকগুলি দেখাতে একটু সময় নিতে পারে। একটু সময় দিন আশা করি আপনার সবগুলো ব্যাকলিংকই দেখতে পাবেন।
আমার কাছে Bogger এ একটা সাইট আসে। সেটা Google Rank করেনা। আমাকে সাহায্য কর।
প্রথমত “Bogger” কী?
কেনও র্যাংক করছে না সেগুলো খুঁজে বের করুন। ইউটিউব এবং এখানে গাইডলাইন দেয়া আছে সেগুলো ফলো করুন।
ধন্যবাদ।
আমার সাইটে ব্যাকলিংক অনেক কম কিভাবে বাড়াতে পারি প্রফেশনাল ভাবে কোন উপায় আছে কি
আপনার সাইটটা দেখে মনে হচ্ছে এটি একটি লোকাল বিজনেস। আপনি সেক্ষেত্রে কিছু বিজনেস ডিরেক্টরী লিস্টিং করতে পারেন। আর ব্যাংকলিংক বাড়াবেন বলতে আপনাকে ব্যাকলিংকের জন্য হয় নিজে কাজ করতে হবে নতুবা কাউকে হায়ার করে তাকে দিয়ে কাজ করাতে হবে। এছাড়া অটোম্যাটেড যেসব সফটওয়্যার দিয়ে কাজ করা হয় সেগুলো তো আসলে খুব একটা ভালো মানের লিংক পাওয়া যায় না। এতে সাইট রিস্কে পড়ে যায়। গুগল পেনাল্টিও দিতে পারে।
আমি সম্পূর্ণ নতুন। কিছুদিন হলো একটি সাইট ওপেন করেছি। প্লিজ, সাইটটা একবার ঘুরে এসে কি কোন মন্তব্য পেতে পারি? কিভাবে আমার সাইটের ভিজিটর পেতে পারি। আর কতদিন সময় পর বোঝা যাবে যে, আমার সাইটটা ঠিকভাবে এগুচ্ছে ? অবশ্যই মন্তব্য আশা করছি।
আপনার ওয়েবসাইটটিতে এসইও এর মনে হয় তেমন কোনো কাজই করা হয় নি। আপনার সাইটের কনন্টেগুলোতে অনপেজ ঠিক ভাবে নেই। আর তাছাড়া আপনি সাইটটা ব্লগার দিয়ে করেছেন। পেইড ডোমেইন যেহেতু কিনেছেন যদি পারেন সাইটটা ওয়ার্ডপ্রেসে মুভ করুন। এতে আপনার জন্যেই ভালো হবে।
আমার একটি সমস্যা হল আমি এসইও রিলেটেড কিওয়ার্ড দিয়ে নাম নির্বাচন করি না। কারন নিজের নাম ইউজ করি। ফলে রেঙ্ক পেতে দেরি হয়।
এসইও রিলেটেড কীওয়ার্ড দিয়ে নাম নির্বাচন করেন বলতে আসলে বুঝতে পারি নি। একটু কষ্ট করে বুঝিয়ে বলবেন কি?
মানে টপিক রিলেটেড। যেমন কেউ সার্চ দিল যে বিষয়ে তার সাথে যদি আমার সাইটের নাম মিলে যায় তাহলে আমার সাইট রেজাল্ট আগে দেখানোর সম্ভাবনা বেশি
জি না। টপিক রিলেটেড বলতে এখানে আসলে নাম দিয়ে বুঝানো হয় নি। ধরুন আপনার ওয়েবসাইট আম নিয়ে আপনি যদি কোনো জাম বিষয়ক ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পান তার থেকে আম বিষয়ক কোনো সাইট থেকে পাওয়া ব্যাকলিংক আপনাকে রাংকিং এর ক্ষেত্রে খুব হেল্প করবে।
helful article
অনেক তথ্যবহুল পোস্ট এটা।😍
ব্যাকলিংক নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। অনেক কিছু জানতে ও শিখতে পারলাম। ধন্যবাদ
আপনার টিউটোরিয়ালগুলি অনেক ভালো।
অনেক সুন্দর করে লিখেছেন। ব্যাকলিংক সম্মন্ধে মোটামুটি ভালোই ধারণা পেলাম। আমি নতুন ব্লগার। আপনি কি আমাকে কিছু দিকনির্দেশনা দিবেন? কোন বিষয়ে লিখলে ভালো হবে?
নিয়মিত ওয়েবসাইটে একটিভ থাকুন। ইনশাল্লাহ্ ব্যাকলিংক সর্ম্পকিত আরো অনেক তথ্যবহুল পোস্ট পাবেন খুব দ্রুত।
অনেক তথ্যবহুল একটি পোষ্ট,অনেক উপকৃত হলাম।
অনেক সুন্দর একটা পোস্ট উপহার দিলেন ভাই।
instructiv
অনেক সুন্দর পোস্ট।পড়ে অনেক উপকার পেলাম।